Sunday, May 19, 2013

what is seo


এসইও কি?
আমরা কোন কিছুর প্রয়োজন হলে গুগল সার্চ দেই তখন। গুগল আমাদের সেই বিষয়ে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে তখন আমরা সেই ফলাফলগুলো থেকে প্রথম -  পেজে থাকে আমরা সেগুলো দেখে থাকি। আমরা বাকি ফলাফলগুলো আর দেখি না এতে, প্রথম - পেজের ভিজিটর অবশ্যই বেশি হবে এখন প্রশ্ন হল, হাজার হাজার সাইট থাকতে এই সাইটগুলো কেন প্রথমে আসলো বাকিগুলো আসলো না কেন? এর কারন হচ্ছে এসইও  এখন এতোগুলো সাইট এর মধ্যে আপনার সাইটটি প্রথম - পেজে আনার প্রক্রিয়া- হচ্ছে এসইও এর কাজ

এসইও কেন?
আপনার ওয়েব সাইট এর ভিজিটর বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এসইও ভিজিটর হচ্ছে ওয়েবসাইট এর প্রাণ অর্থাৎ, ভিজিটর ছাড়া ওয়েবসাইট এর কোন মূল্য নেই পৃথিবীতে কোটি কোটি সাইট রয়েছে আমাদের এতো সাইট মনে রাখা অসম্ভব তাই, আমাদের কোন কিছুর প্রয়োজন হলে সার্চ ইঞ্জিন এর সাহায্য নিয়ে থাকি যেমন, আমাদের যদি গেম ডাউনলোড এর প্রয়োজন হয় তখন আমরা গুগলে “Game Download” লিখে সার্চ দিয়ে থাকি তখন, গুগল আমাদের অনেকগুলো সাইট এর ফলাফল প্রদর্শন করে তখন, আমরা সেসব সাইট থেকে প্রথম - পেইজ দেখে থাকি আপনি যদি একবার আপনার সাইটটি গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আর ভিজিটর নিয়ে চিন্তা করতে হবে না সুতরাং, আপনার সাইট টি গুগলের প্রথম পেজে আনার জন্যই এসইও
এসইও এর প্রয়োজনীয়তাঃ
বর্তমানে এসইও এর ব্যাপক চাহিদা রয়েছে এসইও জানা থাকলে আপনি আপনার সাইটের ভিজিটর বাড়াতে পারবেন আপনি যদি এসইও শিখেন তাহলে গুগল অ্যাডসেন্স পাবলিশার হয়ে অনলাইন আয় করতে পারবেন এছাড়া, আপনি আউটসোসিং এর মাধ্যমে এবং অন্যান্য অ্যাড ব্যবহার করে টাকা আয় করতে পারেন শুধু, অনলাইন আয় এর জন্য নয়, আপনি আপনার সাইটের ট্রাফিক বাড়ানোর জন্য এসইও শিখতে পারেন
এসইও টিউটোরিয়াল::এসইও এর চাহিদাঃ
এসইও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম আজ শুরু করছি দ্বিতীয় পর্ব  এসইও কি কেন এবং প্রয়োজনীয়তা নিয়ে আমি গত পোষ্ট আলোচনা করেছিলাম বিশ্ব বাজারে এসইও এর চাহিদা ব্যাপক কারন, এখন প্রতিদিন- তৈরি হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট প্রত্যেক ওয়েবসাইট এর জন্য ভিজিটর দরকার ভিজিটর হচ্ছে সাইটের প্রান আর একমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে সাইটে অধিক ভিজিটর পাওয়া সম্ভব এছাড়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আউটসোর্সিং রয়েছে অফুরন্ত কাজ আউটসোর্সিং একটি সাইট এসইও করার জন্যে নির্ধারিত মূল্যে এবং প্রতি ঘণ্টা হিসেবে কাজ করতে পারেন কিংবা আপনি পার্টটাইম এবং ফুলটাইম হিসেবে কাজ করতে পারেন আপনি এসইও নিয়ে কি কি কাজ করতে পারবেন এবং আপনার কত টাকা আয় হবে তা নির্ভর করবে আপনার কাজের দক্ষতার উপর আপনি যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন আপনার আয় তত বেশি হবে আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দক্ষ হন তাহলে আপনি প্রতিমাসে ২০০-১০০০ ডালার ইনকাম করতে পারবেন এছাড়া, ফোরাম পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে অনায়াসে আয় করতে পারবেন  অর্থাৎ, আপনি যদি দক্ষ অপটিমাইজার হতে পারেন তাহলে আপনি অনায়াসে অনলাইন থেকে আয় করতে পারবেন
এসইও টিউটোরিয়াল:: এসইও এর প্রকারভেদঃ
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন এসইও এর টিউটোরিয়াল আপনাদের আবারো স্বাগতম গত পর্বে আমি এসইও কি, কেন, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম আজ এসইও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করবো
চলুন শুরু করা যাকঃ
এসইও দুই প্রকার যথাঃ
  1. On Page Optimization
  2. Off Page Optimization.
আমরা এখন এসইও এর প্রকারভেদ সম্পর্কে বিশদভাবে আলোচনা করবো
  1. On Page Optimization (অনপেইজ অপটিমাইজেশন):
একটি সাইটের ডিজাইন করার সময় কিছু সার্চ ইঞ্জিন করা হয় যেন, সাইটটি সহজেই সার্চ ইঞ্জিন খুজে পায় এটাই হচ্ছে অনপেইজ অপটিমাইজেশন
অনপেইজ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন এর সর্বাধিক গুরুত্বপূর্ণ অনেক দক্ষতার সাথে অনপেইজ অপটিমাইজেশনের কাজ করতে হয় কেননা, অনপেইজ অপটিমাইজেশন ভুল হলে সেই সাইট টি আর সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না
2.  Off Page Optimization (অফপেইজ অপটিমাইজেশন):
অনপেইজ অপটিমাইজেশন এর কাজ মূলত অনপেইজ অপটিমাইজেশনের মতই ওয়েব সাইট এর ট্রাফিক/ভিজিটর বাড়াতে অফপেইজ অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অফপেইজ অপটিমাইজেশন আসলে, অনপেইজ অপটিমাইজেশন কে সাহায্য করে  যখন নতুন একটি ওয়েবসাইট তৈরি করা হয় তখন অনপেইজ অপটিমাইজেশন সর্বাধিক গুরুত্বপূর্ণ আর যখন সাইট টি পুরনো হয়ে যায়, অনপেইজ অপটিমাইজেশন তেমন গুরুত্বপূর্ণ নয় তখন, অনপেইজ অপটিমাইজেশন ছাড়া এসইও করা অসম্ভব

4 comments:

  1. Nice collection about seo. Thanks for share this. I hope I can get more and more.

    ReplyDelete
  2. I would like to add my blog to the list and would love to make any
    changes that Heather and company may suggest. Because we are all One
    here is welcome nay suggestions to add my blog to the cause"what is seo"

    ReplyDelete